বিকেল ঝরছে কাকপক্ষিদের সুরে সুরে
হৃদয়ে জেগে ওঠে সেই রডোডেন্ড্রাম।
জুতসই শব্দগুচ্ছও আর মেলে না, একা একা,
তাই এই বিমূর্ত অনুভূতির পরিনতিও কেবল নামহীনতা।
যাক না সবকিছু, শীতের শুকনো ঘাসের মতন,
তবুও পাখিরা আসে উদাস করা দুপুরে।
ঘুড়ি উড়ে এরোপ্লেনের পিছু পিছু,
আমিও ছুটি আরও কিছু নামহীন সচেতনতার মতো,
যাদের নেই কোন পিছুটান আপাতত
অথচ হৃদয় জুড়ে কতো অমলিন দৃশ্য
ছেপে ওঠে বায়স্কোপের মতো!
শৈশবের শিল্পী হবার স্বাদ ভুলে
এখন কেবল স্বপ্নিল মাঠে বিচরণ করি।
নিষিদ্ধ খেচরের মতো, নামহীন দুঃখ নিয়ে ঘুরে বেড়ায়
অচেনা গলির অচেনা এক ফ্ল্যাটের
অচেনা কোন নারীর কাব্যিকতার মাঝে।
নিজেকে বিলিয়ে দিই পরমানন্দময় শব্দগুচ্ছের মতন
আর হৃদয়ে চোখ রেখে রেখে কবি হওয়ার স্বপ্ন দেখি -
নতুন করে!