যে বন্ধুত্বের বৃদ্ধি ঘটেনি কখনও
তাকে তুমি কোন সাহসে বলবে বন্ধুত্ব।
অথচ প্রয়োজনের সময় সেই মৃত বন্ধুত্বও
দাবী করে বসে সাহায্যের।
প্রত্যুত্তরে তোমার অভিমানটা কী হবে?
বড় ভুল হয়ে গেল জীবনের কোন এক পর্বে
অ-বন্ধুকে বন্ধু বলে সম্বোধন করে।
বন্ধু শব্দটার আসল অর্থ কিন্তু সম-মননে,
সহনশীলতায়, মিষ্টি দায়িত্ববোধে।
তবে অনেককেই অন্ধের মতো
বন্ধুত্বকে বয়ে বেড়াতে দেখা যায়;
যেন বন্ধু বললেই বন্ধু বনে যেতে বাধ্য মানুষ।
তাই বলতেই হয়, জীবনবোধে আমি যতটুকু উদার
বন্ধুত্বের বেলায় আমি ঠিক ততটুকুই কঞ্জুস।
কারণ আমি বন্ধুত্ব শব্দটা দিয়ে
হারতে অথবা জিততে রাজি নই কখনও।
আমি কেবল বুঝি, বন্ধুত্ব শব্দটা যতোটাই দামি,
ঠিক ততোটাই মিষ্টি।