চার দশক আগের ভ্রান্তি যে বোঝে না,
তাহার আবার কিসের উন্নতি?
নিজেকে মহৎ বানানোর প্রচেষ্টায়,
সে কেবল নিজেই ডুবল না,
ডুবালো পুরো স্বজনদের।
এখনও সে বসবাস করে
ভ্রান্তির বেড়াজালে, লোকচক্ষুর আড়ালে  ।