দূরে থেকেও তুমি এই চেতনার সবচেয়ে নিকটতম।
দূর নক্ষত্রের আলো ছিনিয়ে যেভাবে চলে এই পৃথিবী
তেমনি এই চেতনাও এগিয়ে যায় তোমার মনোমুগ্ধকর স্মৃতিতে।
বৃষ্টি, খরা, রোদ্দুর, শীত কিছুই যেন টলাতে পারেনা এই চইতন্যকে।
শুধু শেষ বিকেলটায় যখন চেতনা ভেসে বেড়ায় ধানক্ষেতের শুস্ক অরণ্যে
তোমার চৈতন্যের হাতে হাত রেখে।