তোমাকে মনে করার জন্যে আমাই ক্ষমা কর।
তুমি এখন দূর আকাশের জানালায় বসে বসে অন্য পৃথিবীর স্বপ্নে ব্যাকুল। যদিও আমার হাতের পরশ, আমার পৃথিবীর গল্প
তোমার মস্তিষ্কে সদায় জাগ্রত, পুনর্জন্মের মতো!
আমি দেখছি তুমি তোমার দীর্ঘ কালো চুলগুলিকে
কোমল মেঘের কিনারা দিয়ে শান দিচ্ছ বার বার।
আমি জানি, আমি চাইলেই তুমি এক লাফেই
এই ক্ষয়ে যাওয়া মানুষটার কিনারায় ঠাই করে নেবে।
হয়তো সেটাও ঘটবে অন্য আরেক পৃথিবীর গল্পে।
অধরা, আমারা সবাই আসলে অধরা,
কেউ সময়ের ভিতর অধরা আবার কেউ
আজীবন অধরা। তাই এখানেই এই গল্পের ইতি টানলাম।