চতুরঙ্গে বসবাস করে শতভাগ ক্ষমা আশা করা যায় না।
যেরকম রাবার দিয়ে মোছার পরও থেকে যায় পেন্সিলের ক্ষত।
কিংবা মাতৃগর্ভের স্মৃতি নিয়ে যেভাবে মিশে পড়ে হোমো-সেপিয়ান্স।
তাই আমি এক প্রয়াত বন্ধুর শবযাত্রায় সামিল হয়েও অনুপস্থিত হতে চাই।
আপাতত জীবনটা যতোটাই মৈত্রীময় হোক না কেন;
অদৃশ্য অভিমান বলে একটা শব্দ যুক্ত আছে আমাদের অভিধানে।
মানুষে-মানুষে সম্পর্কে এতো দুঃখ বইয়ে বেড়ায়
সেটা জেনে বোধয় কুকুরের দল মানুষের সাথে ভাব জমায়।
কারণ নির্বাক কুকুরের বোধশক্তির কাছে বারবার হার মেনেছে মানুষের শ্রেষ্ঠত্ব।
এবার বলতে পারো, মানুষ ও কুকুরের মাঝে আসল তফাতটা কই?
একজন আক্রমণকারীর পিছু পিছু আজীবন ঘেউ-ঘেউ করে বেড়ায়;
আর আরেকজন ক্ষমার ঝুলি নিয়েও পিছু হটে যায়
তারপর নির্জনে মিশে পড়ে অশ্রু-মায়ার গহিন ক্ষত নিয়ে।