দানবরাও শান্তির কথা বলে
অথচ ইতিহাস ঘাঁটলেই
বেরিয়ে আসে শয়তানের বেড়াল।
তলোয়ার দিয়ে আর কতো
অশান্তি ছড়াবে তারা
তার কোন ইয়ত্তা নেই।
অথচ বিশ্বাসের আগুনের কাছে
সদাই মাথা নত থাকে
তলোয়ারের রক্তে রঞ্জিত পূর্বদেশ।
তাই এখন আর কোন বিশ্বাস নয়,
এখন হবে বিজ্ঞান ও সংস্কৃতির চাষ
তারপর দেখবে মানুষের স্বপ্ন
কোথায় গিয়ে ঠেকে?