দেবদারু গাছের স্মৃতি
আর বৃষ্টি ভেজা পাহাড়ি পথ,  
যেখানে হঠাৎ উধাও হল
তোমার বিশ্ববিদ্যালয় ও বোকার সংসার;
কবুতরের অবয়বে কাক ডেকে যায়
আমাদের মৃতশহরের একাকীত্বের ভিতর,
এখনও তীব্র প্রেষণায় বারান্দায় টেনে আনে নিজেদের
স্টেনগানের গুলিতে আহত কতো শত গুয়ের্নিকা।
অথবা ডেডসি-স্ক্রলের আদলে পড়ে থাকা
সোনাটার টুকরো, টুকরো, রঙ, ছড়িয়ে আছে যত্রতত্র
সোনালুফুলের মতন হৃদয়ের পবিত্র বাগানে।  
এখনও দুঃখ জেগে উঠবে বলে, নিষিদ্ধ পপিফুলের মতন
কেবল হঠাৎ জলে ভেসে ওঠা কচুরিপানা সদৃশ
কবিতা হয়ে, কাব্য হয়ে।।