চায়ের কাপে পিঁপড়েদের ভাসমান লাশ
অথবা কমোডে উল্টে যাওয়া তেলাপোকার আহাজারি
সবিই তো আমাদের ভব-আকাঙ্ক্ষারই প্রতিচ্ছবি!
কেউ সুঁই দিয়ে বেলুন ফুটিয়ে,
কেউ বোমা ফাটিয়ে তাজা-রক্ত ঝরিয়ে ভবের স্বপ্ন দেখে।
তাই আমি ভবের পরিবর্তে ভবঘুরেই থেকেই গেলাম,
বিধাতা অথবা অবিধাতার কাঁচারঙ ছড়িয়ে দিলাম
নিখিলের স্বপ্নিল মাঠে - শুধু ধুলোই রূপান্তরিত হওয়ার স্বপ্নে।