আমি জানিনা, আমি কি পেয়েছি?
তবে জানি, কিভাবে কী পেতে হয়।
বয়সের বিশাল সাম্রাজ্য ঘেঁষে  
আজ যে আমি দাঁড়িয়ে আছি
এক বিশাল মহাদেশের প্রান্তে।
সেই মহাদেশের সুউচ্চ পর্বতও
কিন্তু আমার ছেলেবেলা,
যা এখনও হিমালয়ের মতন ক্রমবর্ধমান।
সেই যে রংতুলি আর মোমরঙ দিয়ে
কিঞ্চিৎ জয় করেছিলাম আপন ভুবন।
সেই ভুবনে এখনও আমি স্পষ্ট ঘুরে বেড়াই
দিগ্বিজয়ি এক অপরাজিত আলেকজেন্ডারের মতন।