অনুশোচনা নেই
বদ্বীপের বৃক্ষ হয়ে
হাওয়ায় হাওয়ায়
দুলে ওঠে বাতাসে
দুর্লভ সেন।
জেগে দেখো
আকাশেতে
নেই কোন
দুঃখ গাঁথা প্রেম
দুর্লভ সেন।
ওহে ভগবৎ
ওহে তমাল
নপুংসকের স্বপ্ন হয়ে
জেগে ওঠো
দুর্লভ সেন।
অনুশোচনা নেই
নেই, নেই, তো কিছু নেই
থাকে শুধু তমোময়
পবিত্র দুর্লভ সেন।


২৫শে মে, ২০১৭