আমার যা কিছু আছে সবটুকুই তোমার জন্য রেখে গেলাম।
শরীরের ভিতর পিস্টনদের অগোছালো নড়াচড়া
বুঝিয়ে দিচ্ছে এখন আর মবিল ঢেলেও তেমন লাভ হবে না।
আমার যবুথবু নড়বড়ে চেসিসটা তবুও ক্লান্তিহীন
একে, একে যুদ্ধ সামাল দিয়ে চাচ্ছে স্রেফ তোমার জন্যে।
তোমার রাগ, অনুরাগ অথবা বিরামহীন আব্দারের মাঝে
আমি খুঁজে পাই, এক অসীম ধৈর্যশীল সন্তকে
শত বাধার মাঝেও যে প্রমাদ হবে না;
অশোভন হবে না;
টলাবে না তাকে
একবিন্দু শঙ্কার ঢল।
বরং সে আরি পেতে, মৃত্যু দেবতাদের
কথোপকথন শুনতে শুনতে
একদিন ছেড়ে যাবে এই গৈরী বসন।