এখন বছর ঢুকতেই ঈদ চলে আসে
ছুটির আয়োজনে পা রাখতেই থার্টি-ফাস্ট।
মোটা পুরু-টিস্যু পেপারটাও মাসগুনতে
হারিয়ে যায় অদ্ভুতুড়ে সময়ের ভিতর।
বিশ বছরের ডায়রির সাদা পাতায়
এখনও চুটিয়ে চলছে অমীমাংসিত টেস্ট।
যেখানে অক্ষরগুলো সাদা, ক্রিকেট-ব্যাট,
বল, সবই সাদা; তাই আমরা কেউ কাউকে
না দেখলেও স্বপ্নিল অনুভূতিতে ধরে নিতে পারি,
'আমরা কেন খেলায় জিতি অথবা হারি'?
আবার নিঃসংকোচে ধরে নিতে পারি,
আমরা এখনও একসাথেই আছি,
মাঝে কেবল বছরগুলো হারিয়ে ফেলেছি
বিরহের বেহিসাবি অভিমানে।