সমস্যাটা কোথায়? সমস্যাটা একধরণের হিস্ট্রিয়াজাত!
যদি বলি জার্মান জাতিই পৃথিবীর শ্রেষ্ঠজাতি তখন এক গ্রামের মেম্বার চেঁচিয়ে জোরগলায় বলে ওঠে, 'ওরা কেন শ্রেষ্ঠজাতি হবে! শ্রেষ্ঠজাতি হচ্ছি আমরা- এই গাঁয়ের মুসলমানরা কারণ তারা যে আখেরিনবীর উম্মত। ... ধর্মের আঁচল যখন শাড়ীর আঁচলের মতন বেরিয়ে পড়ে তখন আর বলার কিছু থাকে না। মেম্বারের তরমুজ সদৃশ দাঁতে তখন আই,এস,আই,এল এর হিংস্র গনিমতের মাল লুণ্ঠনকারীদের অবয়ব স্পষ্ট হয়ে ওঠে।
আবার যখন বলি, ইউরোপীয় সভ্যতা জগতের এক অদ্বিতীয় সভ্যতা। তখন কোথাকার এক পাকিস্তানি উড়ে এসে জুড়ে কমেন্ট করে বসলো, কেন তুমি মুসলিম সভ্যতার কথা প্রথমে উল্লেখ করলে না? অন্যের প্রশংসা করা যখন একধরণের নিষিদ্ধতায় রুপ পায় তখন বলতে হয় সমস্যাটা আসলে মনের ক্ষুদ্রতায়। আর সেই সব মিথ্যাদৃষ্টি গড়ে ওঠে, ফুলে ফেঁপে ওঠে কেবল সাম্প্রদায়িক শিক্ষাব্যবস্থার ছায়াতলে, তিলে তিলে। লোকচক্ষুর আড়ালে যেখানে জমেছে অন্ধকার।