আস্তে আস্তে মৃত্যু-চূড়ার নিকটেই চলে এলাম মনে হয়,
যেখানে দুঃখহীনতার বরফ গড়িয়ে যাবে
আমাদের জন্মান্তরের হিমবাহের ঢলে।
শুধু রক্তাক্ত চক্ষুদ্বয় লেপটে থাকে পাহাড়ের চূড়ায়
অচেনা পাখিদের ঘরে ফেরার দৌড়াত্ব দেখে।  
মনে হবে এই তো আচ্ছন্ন করা সেই জীবন
যেখানে আমি একদা গিলে বসেছিলাম
মখমলের স্বপ্নিল ক্যানভাসের ভিতর।