কবিতা আমার রাজ্য নয়
তবুও আমার দিনমজুরী চলে
দ্বিভাষিক রাজ্যের অন্তস্থলে।
ভাষা আমার অপ্রিয় প্রেমিকা
যা দিয়ে আমি বাস্তবতার-স্তন
ছিঁড়ে টুকরো টুকরো করি,
আর মানুষকে জানিয়ে দিই
আমার জন্ম তুচ্ছ-বাস্তবতার জন্য হয়নি
কিন্তু নিশ্চিত কোন কারণবসত
ঢেউয়ের ছন্দ ভেঙে ভেঙে এখানে এসে জুটেছি।