কবিতায় প্রাণ দিতে চেয়েছিলাম একদা
কিন্তু সেই কবিতার সময় আর প্রয়োজনীয়তা
হারিয়ে গেছে বহু আগেই।
এখন কবিতা লিখি কেবল শব্দের জামা
বাজারে বিক্রি করার স্বপ্নে।
তাই কেউ ভুল বোঝে, আবার কেউ
ভক্ত হয়ে আমার কবিতার এলসি খুলে
এলিয়ান্দের কাছে এক্সপোর্ট করার স্বপ্নে।
আহ, মন্দ হতো না, যদি এলিয়নগন
আমার কবিতার পাঠক হতো;
কাড়ি কাড়ি টাকা বানিয়ে কোনোএক
নতুন পৃথিবীর এলন মাস্ক সেজে
চাবি ঘুরাতাম কেবল নিজের মস্তিষ্কে।