কুকুরছানার মৃত্যু ঘটেছে এক অনুভূতিহীন জগতে
অথচ মানুষগুলো স্বস্ব দৃষ্টিকোণে বড়ই বেশী অনুভূতিশীল।
বৈরাগ্যের ধার ধারেনা, অথবা অন্য কারো বিশ্বাসের
সদাই রেখে যায় শুধু আপন মনের রূপান্তর।
মনগুলোও আজ মিথ্যে-ভণ্ডামির প্লাস্টিকজাত অ্যাজবেজটস্
তাই কুকুরদের অসীম-দরদীয় দৃষ্টি যেন দুমড়ে মুচড়ে দেয়
মানুষের অন্তর।
কেউ দেখে, কেউ দেখেনা এক কুকুরছানার দুর্লভ দুঃখ
কেউ কেউ এখনও দেখে, আমিও দেখি কদাচিৎ
আর ভাবি কতটাই না সূক্ষ্ম এই কুকুর প্রজন্ম!