মৌসুমি অঞ্চলের বরফশীতল মানুষ আমি
হাতের মুঠোই গোলাপ পেয়েও
খশে পড়ে শীতল মাংসপেশী।
আবার মস্তিষ্কের বাড়ন্ত সম্ভাবনায়
নিজ বুদ্ধিতে ডুবে মরি
গৌড় থাই-স্যুপে।
তাই শকুনের মতন টেবিলের গায়ে
হেলান দিয়ে ভাবি,
মানুষ কতো নিঃস্ব,
নিজের কাছেই নিজেই জ্বলে পুড়ে
বার বার হয় ভস্ম!