মানুষ তবুও খ্যাতি প্রেমী
ক্ষমতার ভক্ত, মোসাহেবের শিশ্য।
রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতার কাছে
রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তিটাই মুখ্য।
পুতিনের লৌহদণ্ডের কাছে বারবার
মাথানত করে অস্ত্রভস্কির স্বদেশী জনতা।
ট্রট্সকিকে পচানোর তাগিদে
আইজেনস্টাইনও নির্মাণ করে বসে 'অক্টোবর'
যাতে স্ত্যালিনের শাসন আরও দীর্ঘায়িত হয়।
এটাই মানুষের রীতি এবং
এটাই মানুষের আসল প্রকৃতি।
বিনয়ের কথা বলে মানুষ কেবল
অদৃশ্য প্রশংসার দাবীদার হয়।
কিন্তু আসল বিনয়ীকে পিটিয়ে
ছারপোকা বানিয়ে ময়লার স্তূপে
নিক্ষেপ করতেও দ্বিধা করে না, মানুষ।