মাথার ভিতরে শব্দেরপথ আরও দীর্ঘায়িত হোক...
স্মৃতির ভিতরে সত্য-উদ্ঘাটনের পথে পথে রডোডেন্ড্রমদের গান
বেজে চলুক আমরণ..., তুমি তো জানো, আমি মানুষরূপী এক গাঙচিল,
অথবা অনিন্দ্যসুন্দর প্রেতাত্মাদের সমাহারে কিম্ভূতকিমাকার এক অদৃশ্য-সন্ন্যাসী।
বাতাসের আগে ভেসে চলে যে মেঘ –
তার মতো যদি হারিয়ে যায় কোনদিন।
অথবা শুকনোপাতার ধোঁয়ার মতো হারিয়ে যাই শূন্যে, নবান্নের মাঠে!
দুঃখ রেখো না, দুঃখ করো না, এই চির মলিন-ভ্যানগঘের এপিটাফে!