আকাশে উড়ছে এই দেহ, কেবল অবসন্ন দুপুরে সে ফিরে আসে গৃহে,
এটাই তার প্রকৃতি, এই ভাসাভাসিই তাকে একদিন নিয়ে যাবে
পরম সুখের নেশায়।
ভেবে অবাক হচ্ছো মাথায় কালশিটে পড়া গোবেচারারা,
একবেলা খেয়ে প্রতিদিন, কামনাবিহীন, আসক্তিবিহীন জীবন,
তাকে তোমাদের মতন প্রতিক্ষণ স্বপ্ন দেখতে হয় না স্বর্গত্ব লাভের,
অথবা আত্মার মুক্তিও কামনা করতে হয়না শয়তানির বেড়াজালে,
সে সব বেড়া ভেঙ্গে, সব আশা ভেঙ্গে, সব স্বপ্ন ভেঙ্গে আকাশে উড়ে।
অর্হৎ না হলেও অর্হত্বের ছায়া হতে চায় এই জন্মে,
সে সুখে বিহার করে মৈত্রীর নেশায়, তাকে তুমি
রুটির মতন ছিঁড়ে টুকরো টুকরো করলেও সে
আহত হবে না কখনো।
তার স্বপ্ন শুধু শূন্যের আকাশে ভেসে যাওয়া অদৃশ্য মেঘ,
তুমি তিলে তিলে ক্ষয়ে যেতে দেখবে কেবল তাকে, আনন্দে
আকাশে উড়ছে সে, মেঘহীন আকাশে।