আমি এক প্রয়াত ব্লুজ-ম্যানের কথা বলছি।
যে তার গিটারের যাদুতে রাঙ্গিয়ে দিয়েছিলো
আমাদের স্বপ্নকে একদা।
যদিও আমরা এখনও স্বপ্ন দেখি, বুনি;
জড়ো করি পৃথিবীর সব হারানো গিটারিস্টদের
অদ্ভুতুড়ে এক কনসার্টে।
কিন্তু সেই আয়োজনে "মেরাজ হোসেনের"  
আবির্ভাব ঘটে বিদ্যুৎ গতিতে,  
সবার মধ্যমণি হয়ে।
কারণ তার আসন আমাদের কাছে সবার ওপরে
কি হেন্ড্রিক্স, কিই বা বি-বি-কিং?
মেরাজ আমাদের ক্রুসেবিদ্ধ সেই তারকা
যে আমাদের হাতে কলমে শিখিয়েছে
জনপ্রিয়তা কখনও আসল শিল্পীর
মাপকাঠি হতে পারে না।