মহাবিশ্বের তারার সংখ্যা যদি পৃথিবীর বালুকণাকেও ছাড়িয়ে যায়,
তাহলে এই তুচ্ছ দুঃখ নিয়ে আর বেঁচে থাকা কেন অপার মগ্নতায়?
আন্তরিকতার স্টেনগান দিয়ে ফুটো কর না কেন হৃদয়?
খুলে দাও যতো বন্ধ দুয়ার, উড়ে যাক যতো দুঃখ-বেদনা।
ছেয়ে ফেলো মন-আকাশ আন্দোলিত কাক-শকুনের ঝাঁকে।
আকাশের কাছে তুমি মানুষ, অথবা পক্ষী সবিই তো শুধু তুচ্ছ হয়ে ভাসে।