সবাই আমার মৃত্যুর জন্য অপেক্ষারত।
কেউ আগ্নেয়গিরির পাহার বেসে,
কেউ নরম-কোমল ফুজিয়ামা সেজে,
আর কেউ বা তোমার মতন চারদেয়ালের স্ফিংসে;
সবাই আমার মৃত্যুর জন্য অপেক্ষারত।
কেউ ভুলে গেছে চিরদিনের জন্য,
কেউ, কেউ আজও কটাক্ষ করে চলে,
কেউ, কেউ কেবল না বুঝেই দোষারোপ করে,
কিন্তু আমি যে অন্তরালেই মৃত্যুকে মেনে নিয়েছি,
সেটা কেউ বোঝে না।