নিঃসঙ্গতা আমাকে গ্রাস করছে
প্রাচীন অমরত্তের সাথে যার বসবাস
আমি তাকে ছায়া দিয়ে যাই
যাতে সে একাকীত্ব ছেড়ে আমার হয়ে ওঠে।


দিনের শেষে, শেষ বিকেলে
সে সূর্যের তপ্ত শরীরে উঠে পড়ে
কারণ তার পদযুগল মাকড়সদৃশ
আর তার সহনশীলতাও অসহনীয়।


আমি তাকে বন্দি করি কদাচিৎ
বন্ধু বানায়, প্রেমিক বনি
তবু তার সাধ মেটে না
সে নিঃসঙ্গ থাকে বার বার।


এবার আমি ভাবি
সে আসলেই নিঃসঙ্গ ভাবেই স্বাধীন
নামের উৎপত্তিতেই সে নিঃসঙ্গ
আর আমি হয়ে উঠি তার উচ্ছিষ্ট ছায়া মাত্র।