নিয়ম ভেঙে ভেঙে কবিতা লিখতে হয় এখন আমাকে
কারণ দুই কবিতার মধ্যবর্তী সময়টা ফুলে ফেঁপে উঠছে দিন দিন।
আমিও কম যাই না কবিতার সাথে প্রতিদ্বন্দ্বিতায়
মাঝের বিস্তীর্ণ সবুজ আইল্যান্ডটাকে পূর্ণ করেছি নানান জাতের
অর্থকরী ফসলে।
আর রাতের বেলার চাঁদটাকে নিয়ে কতো যে গান লিখেছি
সে খবর কবিতারও জানা নেই।
তাই এখন কবিতা হয়ে উঠেছে আমার নিয়ম ভাঙার অনিয়ম।