পাগলখানার দরজা খোলা
ছিলাম আমি একা
অন্ধকারে ভুলবশত
পাগলা রাজার দেখা।


এক দেখাতেই জীবনযাপন
হল এলোমেলো,
ক্লাসের পড়া, মাঠের খেলা
এক্কেবারেই গেলো !


রাত জুড়িয়ে পায়চারী
শূন্য ঘুমের গাড়ি
শুয়ে শুয়ে ভাবতে থাকি
কিবা করতে পারি?


শূন্যে গেলো বয়স বুঝি
হলাম পরজীবী
শত শত ছড়া লিখে
হলাম বুদ্ধিজীবী!