জীবনের শেষ তেরো বছর কি কৈশোরের তেরো বছরের মতন হবে?
খাতা-কলম নিয়ে বসলেই সব হিসেব মিলে যায় মুহূর্তে।
আমার সেই বোন, যে আমার অগ্রজা, হারিয়েছে জীবন আগেভাগেই,
তাকেও তো শেষ বিদেয় দেয়া হল না, মাঝবয়সে।
আজ সাঁঝবয়সে বিষাদের চাঁদ যখন একমাত্র নীরব সাক্ষী,
তখন তাকে না হয় বলে ফেলি নিরব কথাগুলি!
বাতাসে বাতাসে, আনাচে কানাচে ছড়িয়েছে যে- দুঃখ,
যার কুলকিনারা মেলেনি কারো চোখে,
আমাদের কৈশোর দেখে যাদের চোখ জুড়িয়েছে!