প্রাসঙ্গিক চিন্তার বাইরে
জীবন গড়ার কখনও পক্ষপাতি ছিলাম না।
কিন্তু হঠাৎ অপ্রাসঙ্গিক একটা কিছু
যখন নিংড়ে ফেললো চিন্তার সারবস্তু,
তখন প্রাসঙ্গিক ভাবে হলেও
শিখতে হোল কবিতা লেখা।


কবিতার দুঃখ, উত্তাপ বুঝতে গিয়েও-
প্রাসঙ্গিক ভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেলাম অপ্রাসঙ্গিকতায়।
রেলপথ থেকে ছিটকে
যখন রসহীন উপন্যাসের চরিত্র হলাম,
তখন কবিতা আবার প্রাসঙ্গিক মনে হল।


এবার জগতটা ছুঁয়ে দেখলাম সপ্তম ইন্দ্রিয় দিয়ে!
সপ্তম ইন্দ্রিয় মানে?
প্রজ্ঞা দিয়ে ছুঁয়ে দেখা ত্রিমাত্রিক সপ্ন!
এর পরে ঐ নীল জগতের সবকিছুই
প্রাসঙ্গিক মনে হল।



রচনাকালঃ ১১ই সেপ্টেম্বর, ২০১৩