অমানুষ হওয়ার কথা কখনও ভাবিনি
অথচ, এই আমাকেই অমানুষত্তের সাধ নিতে হল
ভালোবাসার বাইরে জগতকে কখনও ভাবিনি
অথচ অনাকাঙ্খিত ঘৃণার বিদ্বেষে জলে পুড়তে হল নিজেকে
আকাশটাকে বাদ দিয়ে সংসার করবো, কখনও ভাবিনি
অথচ, এখন আমি বসে আছি ইট-পাথরের আবদ্ধ গৃহে
এইযে কবিতাটা লিখছি, এটা হচ্ছে একমাত্র বিদ্রোহ
যা হয়তো আমার মতন কাপুরুষদের কিছুটা অপবাদ মুক্ত করতে সক্ষম
এই তীর নিক্ষিপ্ত জীবনে!