যে মানুষ নিঃশ্বাসের প্রেমে আসক্ত,
পারিপার্শ্বিকতার প্রেমে মগ্ন
এবং সমস্ত জগতকেই নিজের অস্তিত্তের অবিচ্ছিন্ন অংশ ভাবে
সেই মানুষ ধ্যানী হতে বাধ্য
         *****


ধ্যানে মগ্ন হওয়া মানে-
পুরো জগতকে উপলব্ধি করা-
আদি থেকে অন্ত পর্যন্ত পথ চলা,
ধ্যানে মগ্ন থাকা মানে-
পুরো জীবনের নীরব সমাধান-
শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের সুখ-দুঃখের-
পরমানন্দময় ঐকতান
           *****


যে মানুষ প্রকৃত ধ্যানি
নিজ গুনে জ্ঞানী,
তার ধর্মানুশাসন শিখতে হয়না
কারণ ধ্যানরত অবস্থায় সে বুঝতে পারে-
কোনটি ভালো অথবা মন্দ-
অভিলাষের তো প্রশ্নই আসেনা
          *****