পৃথিবীতে এসেছিলাম নিরবতার গান শুনতে-
চড়ুই, টুনটুনির সুরের ঐকতানে যে পথে সোনালু ফুল ঝরে- টুপটাপ
সেখানেই হেঁটে যাবো চিরকাল-
কিন্তু বাধ সাধল সভ্যতা-
সে আমাকে শুধু তাড়িয়েই নিয়ে গেলো অসভ্যতার ভেতর-
উবিয়ে দিয়েছে আমাদের পূর্ব পুরুষের অস্তিত্ব
হ্যাঁ, মেনে নিতে আপত্তি নেই যে সভ্যতা অনেক কাজের
আবার এটাও বলতে হয়- অকাজেরও বটে!
তবে এটাও সত্য যে আমরাই আবার নিজেদের ছেঁকে নিতে পারি সভ্যতার প্যাচকল থেকে-
যদি প্রতিদিন সকালটা শুরু করি অতিপ্রাকৃত চেতনা দিয়ে- আর সেভাবেই ইতি টানি প্রতিদিন
তাতে সভ্যতার ব্যাপারে যতোটা উৎসাহ বাড়বে-
আবার গণ্ডার তুল্য পুরু চামড়া জড়িয়ে ঠেঙ্গানোও যাবে সভ্যতার অসভ্যতাকে!


রচনাকালঃ ১২ই নভেম্বর, ২০১৪