বিকট শব্দে কাছে কোথাও ট্রান্সফরমার বাস্ট!
আমি ভাবছি হয়তো একটি কাকের আত্তহুতি!
ব্যর্থ প্রেমিকের জীবনাবসান ঘটলো ট্রান্সফরমারে পা ঢুকিয়ে!
কিন্তু কাক মানুষ না-
তারা এতো জটিলও না-
তাদের জীবন জটিলতা হীন-
তারা পরিপূর্ণ!
অর্থাৎ একটি কাক = জন্মগত ভাবে একটি পরিপূর্ণ কাক,
কিন্তু মানুষ জন্মগত ভাবে পরিপূর্ণ নয়-
মানুষকে ভাবাবেগ উৎরিয়ে পরিপূর্ণ হতে হয়-
মানুষের ভাবাবেগ- জটিলতা থাকবেই, শুধু যখন প্রয়োজন পড়বে-
অর্থাৎ মোবাইল ফোনের মতন-
যখনই প্রয়োজন পড়বে শুধু তখনই মানুষ কথা বলবে, শুনবে-
এর বাইরে এক চিলতেও নয়!