কবিতা দিয়ে বিশ্লেষণ করতে হবে আমাকে
শব্দ দিয়ে পর্যবেক্ষণ করতে হবে আমার প্রতিটা সেকেন্ড
লাইন দিয়ে ভাগ করতে হবে জীবনের প্রতিটা দশক
আত্মগ্লানি, অপরাধবোধ আর ব্যর্থতার আঠায় থেতো করে বানাবো
এক গ্লাস কবিতার রস
আত্মোপলব্ধি, অভিজ্ঞতা আর বিরত্তের নুড়ি দিয়ে বানাবো
এক বস্তা কবিতার সিমেন্ট
এবার শুধু রঙ মাখো কবিতার মুখে
গান শোনো পাতা ছড়িয়ে
এরপর হাওয়া এসে উপস্থিত
দর্শকরাও সব ফেরেস্তা
স্বর্গালোকে ঈশ্বর এসে
নিজেই কবিতা হলেন!


কাব্যগ্রন্থঃ চিরহরিৎ মানুষ(২০০২)