নিয়তি তুমি নিজের নও
ভাবালুতার কাল্পনিক অন্ধকারের,
তখন আমাদের আবার ফিরে যেতে হয়-
উড়ন্ত ঘোড়ার রথে চড়ে দশহাজার বছরের সম্ভাবনায়;
চাঁদের অন্ধকার দিক কিংবা সেখানে কি রামগরুদের ছানার বসবাস?
সব নদীতে বিসর্জন দিয়ে, একা একা নির্জনে চাঁদকে একটা সবুজ পনির ভাবতে-
মন্দ নয়তো!
এটা নিয়ে কি সুকুমার রায় কোন ছড়া লিখেছিল?
মনে আছে?