মানিয়া, আমি তোমার পোর্ট্রেট আঁকবো না,
তোমার নরম সুন্দর মুখশ্রী
আমার হৃদয়ের ব্যাথা হয়ে
ফিরে আসে একটি স্বপ্নে;


তুমি যেন অনেক আগের চেনা,
সেই এক হাজার বছর আগের;
যখন এদেশে কোন বিদেশী আসেনি
আমি ঘুরে বেড়াতাম বাঁশি হাতে বৃন্দাবনে-
তুমি খোলা শরীরে চুল এলিয়ে চাঁদ দেখতে...


ওসব ইতিহাস আর মনে আনতে চাইনা
আমি তোমার পোর্ট্রেট আঁকবো না


মানিয়া, তুমি এখন ক্লিওপেট্রা,
কেউ কিং সিজার- কেউবা ক্রীতদাস;
আর, আমি নির্জীব বেকার;


সবাই মেলে দিচ্ছে
স্ব স্ব ক্ষমতা, মৌনতা,
উজাড় করছে পৌরুষ;


আমি ইজেল নিয়ে বসে আছি-
দিনরাত;
আঁকছি তোমার সুন্দর ঠোঁট- প্রিয় চোখ,
অস্পৃশ্য এক মুখ
কার্টিজ পেপারে নয়- পেন্সিলে নয়
হৃদয় থেকে হৃদয়ে;


কি হবে? ছবি এঁকে- বাস্তবতাহীন- অর্থহীন
পোর্ট্রেট এঁকে?
মানিয়া, আমি শিল্পী হতে চাই না-
আমি প্রেমিক হতে চাই।



কাব্যগ্রন্থঃ আকাশের স্টাফ নোটেশান(২০০০)