আমি হাওয়া লতা
লেন্দেনহীন এক মানুষ
লোকে বলে এ আমার
এক ধরনের অহংকার;
সামাজিক বন্ধন ছিন্ন করার
এক ধরনের প্রক্রিয়া;
জানো আমি কতোটুকু সুখি
এই আবদ্ধ রুমে
ঐ আপরাইট পিয়ানোটা
আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়-
আমার পরম সত্তায়,
এই, এই যে হাত রাখলাম,
একটা মাইনর ইম্প্রভাইজেশন,
তারপর আবার নতুন দিনের নতুন শুরু
প্রতিধ্বনিত হোক বারবার
কেঁপে উঠুক আবদ্ধ ঘর;
আমার কান আমার দর্শক;
ষোড়শ শতাব্দীর অপেরার শ্রোতা;
চোখদুটি ক্রুশে বিদ্ধ যীশুর,
ঐশ্বরিক ইচ্ছের দুটো হাত,
অন্ধকারে লুকানো আলো
আমার বেঁচে থাকার উৎস;
জাগো প্রাণ, জাগাও উৎস
টিকে থাকো,
ঐ পাথুরে দ্বীপের মতন।


কাব্যগ্রন্থঃ আকাশের স্টাফ নোটেশান(২০০০)