সচেতনতা যেন শুধুই সচেতনতা নয়-
হতে হবে মাছির চোখ!
তবেই তো বুঝবে তুমি-
অস্তিত্তের আকার, বিন্যাস, ব্যাক্তিত্ত?
আর ভাবতে শিখবে-
প্রতিটা প্রাণ কতইনা সংযুক্ত-
একে অন্যের সাথে নিগূঢ় ভাবে!
তাই গণ্ডারত্ত আর নয়
অসচেতনতা-ই মহা পাপ!



১৬ই অক্টোবর, ২০১৩