গহীন বনের ভেতর এখন প্রচণ্ড শীত  
সূর্যও উঠে না আজ অনেকদিন হল!!
অলস ভাল্লুকের দলটি যে কোথায় লুকিয়েছে আপাতত কেউ জানেনা
তাই চাঁদও জেগেছে আজ কুয়াশার ভেতর গোমড়া মুখে বাঁশবনের ভেতর;
আমাদের স্বপ্নেরা আজ ছড়িয়ে গেছে পথে প্রান্তরে, আলো আঁধারে
জোছনার ভেতর হঠাৎ করে পালিয়ে যাওয়া শেয়ালকেও মনে হল-
অতি আপনজন!
অতি প্রেমিক ইন্দ্রিয় যখন জয় করে বসে যৌনতার স্থুলতাকে-
তখন পুরো অরণ্যটাও হয়ে ওঠে ঐশ্বরিক ইচ্ছের নন্দনকানন;
আমাদের ইচ্ছেরা, স্বপ্নরা, দুঃখরা আজ ডানা মেলবে
দক্ষিনের সুউচ্চ টিলা থেকে উড়াল দেবে কল্পনাতীত জগতে;
কাক শকুনের দলকেও মনে হচ্ছে মানুষ পাখিদের জাতি ভাই
সবাই মিলিত হবে আবার অর্কেস্ট্রার ভেতর প্রাগৈতিহাসিক ভাব বিনিময়ে;
যেখানে মানবতা, প্রাকৃতিকতা সব গুছাবে এক রাতেই
আর সজোরে বলে উঠবে, “আমরা সবাই মিলে এই বিশ্বজগৎ”!!!



রচনাকালঃ ২৭শে ডিসেম্বর, ২০১৪