মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে যে সম্ভাবনা
তা আমাদের কোথায় নিয়ে যাবে
কেউ জানেনা!
হয়তো এখান থেকেই শুরু হবে
স্বর্গ যাত্রার আসল পথের
যে পথ দেখিয়েছে স্টিভ জব্স
বিল গেইট্স, অফুরন্ত সম্ভাবনার আকাশে
অলিখিত শ্বেত পাথরের অশেষ জগতে
বন উজাড় করে জ্ঞান চর্চার যুগ ফুরিয়েছে অবধারিত ভাবেই
লিখতে লিখতে, পড়তে পড়তে, সেখান থেকেই উম্মেচিত হোক মানব জাতির সারবস্তুর
ভালবাসার পথে হাত বাড়িয়ে জ্ঞানের পথে, অহং বিহীন পথে তারপর আবার ভালোবাসা;
ব্যাস, এই হোক মানুষের একমাত্র ধর্ম-
আমার চিরহরিৎ কবি!


২৮শে ডিসেম্বর, ২০১৪