একজন অতি আবেগি শিল্পীর জীবনের আহম্মিকতা-
মহা বিশ্বের চাইতেও অসীম,
তাই সে হতাশার সাগর থেকে মুক্তি লাভের আশায়-
পিঁপড়ের মতন সারাজীবন সাঁতরিয়ে বেড়ায় সসীম তীরের আশায়,
এবং এই সসীম তীর কিন্তু তাঁর হারিয়ে যাওয়া অতীত-
যেটি ছিল সহজ ও পরমানন্দময়,
অথচ সে সেটি হারিয়ে বসে রুপকথার অপরুপতায়,
আজ যে তার সৃষ্টি তার সৌন্দর্য চেতনা অথবা এস্থেটিক-সেন্স
সবিই আসলে তার হারিয়ে যাওয়া অতীতের ছিটেফোঁটা