আমেরিকার এমব্যাসিতে বাস করেন এক বাঙ্গালী
দেশে এসে বলেন তিনি, আমি গানের কাঙ্গালি,
ঢাকা নয়, দিল্লী নয়, বালিগঞ্জের এমব্যাসি
আমেরিকার দূতাবাসে হয়তো তিনি চাপরাশি!
আমার সাথে দেখা হল ডিসেম্বরের পঁচিশে
বুক ফুলিয়ে বলেন তিনি শো করবে বিদেশে?
পরের দিন উত্তরাতে দেখা হল তার সাথে
আশার আলো জাগিয়ে বলে ভারত যাবে নেক্সট মাসে?
আমেরিকার চাকরিজীবী মোবাইল ফোন ফ্রি
রাতদিন ফোন করে কথা হিজিবিজি-
ইনিয়ে বিনিয়ে ফোন করে সাতসকালে ঘুম ভাঙ্গে
মন্দাকিনী, দেবযানী, ইমন, শিবাজি-
কোলকাতার শিল্পী বলতে আমি জানি গুনি
কমার্শিয়াল ফোক শিল্পীর খবর নিবো ক্যান আমি?
ভারত থেকে এলেন দাদা পাঁচেক শিল্পী নিয়ে
অবশেষে শো করলেন ইউ-এস ক্লাবের সুইমিং পুলে-
মন্দাকিনী, দেবযানী হিন্দি ফিল্মের ভাব-রানী
তাদের পেমেন্ট দিতে গিয়ে আটকে গেলেন শেষ কালে-
দ্বারে দ্বারে ঘুরে এবার বলেন মাহমুদ-সানি-
দেশের জন্য করতে গিয়ে আজ আমার এই ছিরি!
আসল কথা বলি এবার মুখোশ তুলে ধরি
মাহমুদ-সানি আর কিছু নয় স্রেফ নারী লোভী!!