বছর কাটছে সুপারসনিক গতিতে
“সকাল হবেই রাত কাটে”-
এ যেন জীবন নামের প্রহসন মাত্র,
রোদ যখন আসে বড় অবেলায়
তখন ছুটে যেতে ইচ্ছে করে তরতাজা অসমাপ্ত স্মৃতির ভেতর
যেখানে তুমি ছিলে আমিও ছিলাম মিষ্টি রদ্দুরের উষ্ণ ফোঁটায় ফোঁটায়
অথচ আমরা কখনো ট্রেনে উঠলাম না কেন!
চাঁদ দেখলাম না দশটি বছর!!
তবুও মাথার ভেতরে চরম বসন্ত খেলা করে
স্মৃতির হাত যেন চোখের টাইম-মেশিন দিয়ে হাত বাড়িয়ে দেয়
আর বলে ওঠে- চলো আবার প্রেমের রাজ্যে ফিরে যায়।