হা-হুতশের জানালা বন্ধ হল অবশেষে
ক্ষয়ে যাওয়া সবুজ চৌকাঠের ধাক্কায়,
বিষণ্ণতার বাগানে ফুল ফুটেছে-
হলদে, বেগুনি, নীল আর বাদামী;
যৌবনের বিদ্রোহী স্বপ্নেরা আজ রবাহুত-
বেদখলে রেখেছিলো মগজের সবচেয়ে উর্বর জমিগুলো,-
সীমাহীন গেরিলা যুদ্ধে কেটেছে যখন এতো বছর-
বাকী যে জীবনটা পড়ে আছে-
তাকে না হয় সাজিয়ে নাও
আসল ভালোবাসা দিয়ে!


১৬ই, জানুয়ারি ২০১৫