আমার কিছু কথা ছিল বাবার সাথে
যা আর বলা হবে না,
রাতের আকাশ মিলিয়ে গিয়ে সূর্য হাসলেও-
শুনতে পাবনা বাবার কান্না জর্জরিত মোনাজাত;
যে পথ এখনও সবুজ ঘাসে রঞ্জিত হয় বর্ষায়-
আবার কুয়াশায় সিক্ত হয় শীতের চাদরে,
বেঁচে থাকা কৃষ্ণচূড়ার দলিত ফুলের গায়ে-
আনমনে পড়বে না বাবার ক্লান্তিহীন পা যুগল;
কিংবা সেই মসজিদে যেটি ছিল বাবার প্রানের আধার-
তার দক্ষিন কোনেও বাবাকে খুঁজে ফিরি,
হঠাৎ কাউকে দেখে যদি বাবার মত লাগে
তাকিয়ে থাকি অপলক,
নামাজ শেষে বলতে ইচ্ছে করে
বাবা তোমার সাথে আমার অনেক কথা আছে ।


১৮ই জানুয়ারি ২০১৫