আমি আবার স্বপ্ন বুনেছি স্রেফ ৩৬৫০ দিনের অপেক্ষায়
যাপিত জীবনের যতো দুঃখ- বেদনা অথবা সুখ নামের মেইল ট্রেনের স্থবিরতা
সবই ফিরে যাবে নিজ নিজ প্ল্যাটফর্মে আমার বিশ্বাস
মস্তিষ্কের চোখ দিয়ে দেখা সেই সব রঙ্গিন উদাসী মেঘ
যা আমাকে এতদিন টিকিয়ে রেখেছে এই অতৃপ্ত সভ্যতার বৈপ্রতীক স্ট্যাটাসে
কখনও ফাঁপা বেলুনের মতো অবশ দুহাতে অথবা স্বপ্নের ভেতর সাঁতরিয়েছি-
পরাবাস্তব জীবন নামের চলচিত্রে শূন্যে, আনমনে- ভ্যানগগিয় উম্মাদনায়
জ্যাপ্লিনের মতন হঠাৎ নিক্ষিপ্ত হয়েছি আটলান্টিকে, বারমুদা-ট্রায়ান্গেলে
কেউ ভাবেনি সাঁতরিয়ে মানুষটা তীরে উঠবে আবার আকাশ দেখবে-
মুগ্ধ হবে আবার জীবনের অফুরন্ত সম্ভাবনায়!
সভ্যতা মানুষকে পিঁপড়ে ভাবতে পারে কিন্তু মানুষতো দেবতাই-
সে সারাজীবন দেবতাই রয়ে যায় স্বপ্নিল পাখনায়
তাই ৩৬৫০ দিন রাত্রি অথবা তার প্রতিটা সেকেন্ড
নতুবা অযুত-নিযুত ভগ্নাংশে ভরে যায় সম্ভাবনা
উবিয়ে যায় ক্লান্তি, মিহি হাতে শেষ হয় অফুরন্ত অসমাপ্ত স্বপ্নের
তার পরে শান্তিতে চোখ বুজবে আরেক অফুরন্ত জগতের সম্ভাবনায়!


১৯শে জানুয়ারি, ২০১৫