আছে সবই, তবে ছড়ানো ছিটানো
ভালোবাসা, ভালো-বাসা মানে ভালো ঘর
সবই আছে তবে যোগাযোগ-বিচ্ছিন্ন
পুরনো ১৪" টেলিভিশন আর কতকাল?
হাওয়া থেকে পাওয়া সোফাসেট পড়ে আছে অনাদরে-
বারান্দায় অতিপ্রিয় মৃত নীম গাছ শুকিয়ে মমি হওয়ার পথে
ছাদের মিষ্টি রোদ এখনও অপেক্ষারত চিরকালের মতো
বৈশ্বিক পরিবর্তন যতোটা ভূপৃষ্ঠে ততোটা আমাদের মনের জলে শ্যাওলা হয়ে ভাসে
একবার আমি তারপর আবার তুমি এভাবে কি চলবে চিরকাল?
তাই এক জীবনে কিছুটা রোবট আর মানবীয় অবতারের মিশ্রণ ঘটলে মন্দ হতোনা
সাঁই সাঁই করে নীল আকাশটা লাল হয়ে যেতো মঙ্গল গ্রহের মতো!


২২শে, জানুয়ারি ২০১৫