পৃথিবীর নরম ঘাসের ওপর টলমল পায়ে চলে যে মূর্তি
তাকে তুমি কলুষিত করলে কেন ম্যাডোনা!
সেতো স্রেফ পবিত্রতার মূর্তি, ভালোবাসার শক্তিতে যার হৃদয় মশগুল
তোমার ঐ চকচকে হলদে দেহে আর কি আছে বল উদ্ভ্রান্ত
হ্যাঁ, আছে বৈকি যৌনতার নৈরাজ্য অথবা প্রবল আমিত্তের জোয়ার
তুমি কি দেখনি মেরিলিনের পতন অথবা জ্ঞানের জয়গাঁথা
সব কিছুর একটা সীমা আছে- জানি একথা ফরাসীরা মানবেনা!
জঁ লুক গদার কতটাই উম্মাদ নিজেকে প্রশ্ন করো লেডি-ম্যাডোনা-
বেঁচে থাকার পরমানন্দ কোথায় জানতে পেরেছ এই জীবনে
নাকি আরেক জীবনের আশায় স্রেফ উপমহাদেশে আসা!
কিছু পাওয়ার আশায় কখনও পরমানন্দ মেলেনা-
গ্র্যামি এ্যাওয়ার্ড প্লাস্টিকের মূর্তিদেরও জোটে
কিন্তু প্রশান্তি সবার জোটে না-
এটা মনে রেখো "ম্যাডোনা"!!


২৪শে জানুয়ারি, ২০১৫