সত্য মিথ্যার আড়ালে যে  জীবন গড়ে তুলেছিলাম ইচ্ছে আর অনিচ্ছের দোটানায়
পুরনো দেয়াল ঘড়ির আতঙ্ক ছড়ানোর আগেই ছুটে গিয়েছিলাম সিদ্ধিলাভের ইটের-ভাটায়,
একটা অনাকাঙ্ক্ষিত হলুদ সূর্য তার অস্তিত্ব প্রকাশ করছিলো নীল আকাশটাকে ফুঁরে
বিশাল রংচঙ্গা এক জেপ্লিন উড়ছিল নিচু হয়ে আটলান্টিকের উদ্দেশ্যে কাঙ্ক্ষিত দুর্ঘটনার ইশারায়;
ইটের-ভাটার উচ্চ তাপমাত্রায় শুরুতেই পুড়ে ছাই হল আমার পাশ্চাত্যের অনুকরণে গজানো স্যাটানিক চোখ ধাঁধানো-
সবুজ রঙের গ্রীক উপকথার ডানা!
তারপর শুরু হল অসময়ের এসিড বৃষ্টি- অঝোর ধারায়!
নিমিষেই দেহ ভুলে গেলাম-উড়ে গেলো মিথ্যার অবশিষ্ট-  ফিনিক্স পাখি হয়ে অনাকাঙ্ক্ষিত হলদে সূর্যের গহবরে!
আর আমার অস্তিত্বটাই বেঁচে রইলো শুধু সত্য হয়ে- রুপান্তরিত হল এক বিশাল চোখে
তারপর রাত্রি নামলে- অবধারিত স্মৃতির তারকারাজি দেখে অশ্রুসিক্ত বিশাল চক্ষু সিদ্ধিলাভ করলো-
এই ভেবে যে মিথ্যার বেশাতির চাইতে অবিখ্যাত জ্ঞানী চোখ হওয়াটাও অনেক আনন্দের ।


৩১শে জানুয়ারি, ২০১৫